মুহাম্মদ ইমদাদ হোসেন
ছেলেবেলার সময়টা যে ছিলো কত্তো ভালো
মনে তখন ছিলো না তো কোন রকম কালো।
ভোর বিহানে মক্তবে আর ইশকুল দিনের বেলা
বিকেল হলে সব সাথিদের চলতো নানান খেলা।
ডাংগুলি আর গোল্লাছুট খেল কিংবা কানামাছি
ফুটবল ক্রিকেট কাবাডি জয় কত্তো নাচানাচি।
সুযোগ পেলেই গোসল এবং চলতো খেলা জলে
বনভোজন আর চড়ুইভাতি জমতো গাছের তলে।
দুরন্ত আর চঞ্চলা ভাব ছিলো বেশি যতো
সন্ধ্যার পরে ঠিকই কিন্তু পড়তে বসা হতো।
পিতা-মাতার আদর ছিলো ভালোবাসায় ভরা
দুষ্টুমিতে তাদের শাসন ছিলো বড্ড কড়া।
ছেলেবেলার সেই সময়টা আজও মনে পড়ে
যায় না ভুলা ছেলেবেলা স্মৃতি আগলে ধরে।