কাঞ্চন দাশ
বৃষ্টি ভেজা শরৎ আকাশ
শিউলি ফুলের গন্ধ
মা আসছেন সবার ঘরে
দরজা কেন বন্ধ।
আকাশ জুড়ে মেঘগুলো সব
উড়িয়ে গেলো তাই
পাখিরা সব গান ধরেছে
নদীর পাড়ের না’ই।
কাশের দেশে ঘুরব মোরা
পূজোর আনন্দে
নতুন জামা নতুন কাপড়
নাচবে যে ছন্দে।
পূজো এলো তাইতো আবার
বাজনা বাজায় ঢাকী
গুণে দেখো মা আসতে
আর ক’টা দিন বাকি।