জানুয়ারির শুরুতেই দেশে আসছে ৩ কোটি ডোজ টিকা

11

কাজিরবাজার ডেস্ক :
জানুয়ারি মাসের প্রথম দিকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনটার তৈরি করোনাভাইরাসের টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেছেন, টিকার জন্য টাকা পয়সার ঘাটতি নেই, সব ব্যবস্থা হয়ে গেছে। জানুয়ারির শুরুতেই আমরা ৩ কোটি ডোজ টিকা পেয়ে যাব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের আশে পাশের অনেক দেশ আছে যারা টিকার ব্যবস্থা করতে পারেনি। বাংলাদেশ ব্যবস্থা করতে পেরেছে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায়।
মন্ত্রী করোনা মোকাবেলায় সাফল্যে বিষয়ে বলেন, করোনাকালে বাংলাদেশের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। অর্থনীতি সচল রয়েছে। করোনার সময়ে এ যাবৎ কালের সর্বোচ্চ রেমিট্যান্স অর্জিত হয়েছে। এসময় তিনি সমালোচকদের সমালোচনার পাশাপাশি প্রশংসা করারও আহবান জানান।
হাম-রুবেলা টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিশুদের আমরা দশটির মতো টিকা দিয়ে থাকি। টিকা দেয়ার মাধ্যমে আমরা দেশকে পোলিও মুক্ত করতে পেরেছি। টিকা দানের সাফল্যের কারণে মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছে। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। আরও উপস্থিত ছিলেন বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ অপারেশন প্ল্যানের লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস চৌধুরীসহ উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।