করিম চাচার শীতের পিঠা

20

সৌমেন দেবনাথ

রাস্তার ধারে করিম চাচা
কাঁচা কাঁচা হাতে
ভাঁপা পিঠা তৈরি করে
মজার মিশেল তাতে।

ধনে পাতা মরিচ বাটা
আরো শুটকি ভর্তা,
ছেলে বুড়ো সবাই খাচ্ছে
খাচ্ছে হর্তাকর্তা।

গরম গরম চিতই পিঠা
দাম মাত্র পাঁচ টাকা,
একটা দুটো খেলেই পরে
পেট থাকবে না ফাঁকা।

ঘরে বসা আলসে বৌটা
পিঠা কিনতে আসে,
পিঠা ক্রেতা অন্য যারা
আড়ে চেয়ে হাসে।

বাইক চড়া ভাবের পোলা
বাইক থেকে নেমে
মরিচ ভর্তায় পিঠা খেয়ে
গেছে পুরো ঘেমে।

ঘরে ফেরার কালে যদু
পিঠা পাঁচটা কেনে,
নাবালিকা বৌটা খেয়ে
বুকে নেবে টেনে।

পিঠা খাদক বসে থাকে
দিয়ে সারি সারি,
এমন পিঠা তৈরি করতে
পারবে নাকো নারী।

পিঠা যেমন স্বাদে ভরা
ভর্তায় আছে জাদু,
করিম চাচার হাত যশ মেলা
খেতে খুব সুস্বাদু।