বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

58

গত ১৯ জানুয়ারী সিলেট সার্কিট হাউসে সিলেট চেম্বার এর নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, এমপি’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওভার লে ৮ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে, আরও ৬টি বোর্ডিং ব্রীজ স্থাপন করা হবে। যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে বিকেলে বিমানের একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়াও ইউএস বাংলা এয়ারওয়েজ ফেব্র“য়ারী থেকে ঢাকা-সিলেট রুটে বিকেলে একটি ফ্লাইট চালু করবে বলে তিনি জানান। মন্ত্রী আরো বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থানগুলোর উন্নয়ন করে এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে এবং কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, দেশ ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান মিসবাউর রহমান, সিলেট চেম্বারের পরিচালক ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক মোঃ হিজকিল গুলজার, পরিচালক মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, চন্দন সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি