সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
“আমার স্বাস্থ্য, আমারই দায়িত্ব” শ্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় ও এসডিসি’র সহযোগিতায় শুক্রবার জামালগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে তৃণমূল নারীনেত্রীদের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় নারীনেত্রীকে ‘অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা’ বিষয়ে সামর্থ্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়। দি হাঙ্গার প্রজেক্টের ফাইনান্স অফিসার কুদরত পাশা, ইউনিয়ন সমন্বয়কারী সাইফ উল্লাহ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষিত নারী নেত্রীগণ নিজ নিজ গ্রামে ফিরে গিয়ে প্রসূতি এবং গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে কাজ করবেন। তারা করোনা সহনশীল গ্রাম উদ্যোগকে এগিয়ে নিতে অভিভাবকদের সাথে ঝরেপড়া প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধসহ সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন।
আলোচনায় বলা হয়, করোনা ভাইরাসের সামাজিক সংক্রমন রোধ এবং গর্ভস্থ ও নবজাতক শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি এবং সুস্বাস্থ্যনিশ্চিত করার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পুষ্টি কর্মসূচি বা ১০০০ দিনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম। আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রয়াসে স্বাস্থ্যবিধি মেনে চলা, মা-শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করবে এবং আগামির সুস্থ্য ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করবে।
কর্মশালায় অংশ গ্রহণ করেন, নারীনেত্রী বিউটি রানী কর, সাজিনা বেগম, সুফিয়া বেগম, রাসমিনা বেগম, শাহীনা আক্তার, মীরা দেবনাথ, সাফিয়া বেগম, মাফিয়া বেগম, রাসেদা বেগম, ফাতেমা বেগম প্রমুখ।