স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনার অন্যতম প্রধান আসামী আশিক মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশিক মিয়া কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত ৯টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গতকাল শুক্রবার আশিক মিয়াকে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসমীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
জানা গেছে, গত ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী জেলার রায়পুরা থানার আলীনগর গ্রামের শাহানুর আলম এর ছেলে বর্তমান কোম্পানীগঞ্জ থানার তৈমরনগর এলাকায় বসবাসরত একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যান জাকারিয়া থানা বাজার হতে পায়ে হেঁটে টুকেরবাজার যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ইসলামপুর কবর স্থান সংলগ্ন রাস্তায় আসামাত্র মোটর সাইকেলে আসা ৩ যুবক গতিরোধ করে পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ গুরতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর জাকারিয়া মৃত্যুবরণ করে। নিহত জাকারিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার আলীনগর গ্রামের শাহানুর আলমের পুত্র বর্তমানে কোম্পানীগঞ্জ থানার তৈমরনগর এলাকায় বসবাসরত ছিলেন। এ ঘটনায় নিহতের মামা ছগির আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে প্রথমে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা খুনের ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করে।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে থানা পুলিশসহ ডিবিকে নির্দেশ প্রধান করে। এর প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম পিপিএম এবং অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ এবং ডিবির একাদিক টিম আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঘটনার অন্যতম আসামী জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ।