৫ দফা দাবিতে জেলা প্রশাসকের সাথে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

8

সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ৫ দাবী দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট- ৭০৭ জেলা কার্যকরী কমিটির সভাপতি মোঃ জাকারিয়া, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক, মোঃ আজাদ মিয়া। অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার, মোঃ ফরিদ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (ডিসি) ফয়ছল মাহমুদ, হাইওয়ে পুলিশ সুপার, বি,আর,টিএর কর্মকর্তাগণ বাস মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক এবং সি.এন.জি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ। সভায় সিলেট মেট্রোপলিটন এলাকা সহ সিলেটের সকল উপজেলায় ব্যাটারি চালিত অটোবাইক, মিশুক, মোটরবাইক সহ সকল প্রকার অবৈধ গাড়ি দ্বারা যাত্রি পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সি.এন.জি আমদানী বিক্রয় ও শো-রুম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করণ, এবং সিটি কর্পোরেশন ও ট্রাফিক প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে পার্কিং এর স্থান নির্ণয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী এপ্রিল ২০২১ইং সনের মধ্যে সিলেট সুলতানপুর রাস্তা সহ ভাঙা-চোড়া সকল রাস্তার কাজ সম্পন্ন করার পুন:নির্মাণের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি