রবিবার জেলা বার সমিতির ২ নম্বর হলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য মোঃ নাসির উদ্দিন খান এডভোকেটসহ ১০৬ জন বিজ্ঞ সদস্যের তলবের প্রেক্ষিতে সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক-১ মোঃ হুমায়ূন রশীদ (সোয়েব) এডভোকেট ও যুগ্ম-সম্পাদক-২ মাসুদুর রহমান খান (মুন্না) এডভোকেট এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত তলবী সভায় সমিতির মোট ১৩০ জন বিজ্ঞ সদস্য উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট তলবী দরখাস্তকারীগণের পক্ষে ১ নম্বর স্বাক্ষরকারী বিজ্ঞ সিনিয়র সদস্য মোঃ নাসির উদ্দিন খান এডভোকেটকে তাঁর তলবী দরখাস্তখানা উপস্থাপনের জন্য অনুরোধ জানালে বিজ্ঞ সিনিয়র সদস্য মোঃ নাসির উদ্দিন খান এডভোকেট তলবী দরখাস্তখানা সভায় পাঠ করিয়া শুনান।
তলবী দরখাস্তের বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, জোহরা জেসমিন এডভোকেট, আব্দুল হাই এডভোকেট, সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট, মোঃ আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, জামিল আহমদ রাজু এডভোকেট, দেলোয়ার হোসেন শামীম এডভোকেট, মোঃ মিনহাজ উদ্দিন খান এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট, মোহাম্মদ আলী এডভোকেট, মোসলেহ উদ্দিন এডভোকেট, মোঃ আবু সালেহ চৌধুরী এডভোকেট ও সাবেক ভাইস প্রেসিডেন্ট-১ আনোয়ার হোসেন এডভোকেট প্রমুখ।
উপস্থাপিত তলবী দরখাস্তের প্রেক্ষিতে সকল বক্তাগণই তাহাদের বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ, ঢাকা নিয়োগ শাখার সার্কুলার নং ০৮/২০১৫ এ, তারিখঃ ০৭/০৬/২০১৫ খ্রিঃ উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সকল নিয়ম কানুন এবং নিয়োগ কমিটি গঠনের নিয়ম কানুন দেওয়া আছে। এই নিয়ম কানুন অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বক্তাগণ অনতিবিম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতা অবলম্বন করে স্থানীয় স্বনামধন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্থানীয়ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবী জানান। বক্তাগণ বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মহলে আজকের এই তলবী সভার সিদ্ধান্ত জানানোর জন্য আরো দাবী জানান।
বক্তাগণের বক্তব্যের প্রেক্ষিতে সমিতির সম্মানিত সভাপতি সিদ্ধান্তমূলক বক্তব্যে বলেন উক্ত নিয়োগ বাতিল করে নতুন করে স্থানীয় লোকদের মধ্য থেকে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য সিনিয়র জেলা ও দায়রা জজকে জানানো হবে। বিজ্ঞপ্তি