হরিপুরের কূপে তেল পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ

43

দেশের প্রাচীনতম এবং ঐতিহাসিক গ্যাস ক্ষেত্র হরিপুরে ৯ নম্বর কূপে তেল পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। ভূ-বিশেষজ্ঞরাও এ ব্যাপারে সহমত পোষণ করছেন।
তারা বলছেন, হরিপুর, কৈলাসটিলা প্রভৃতি গ্যাস ক্ষেত্রের কোনো কোনো স্তরে তেলের অবস্থান প্রমাণিত। আগে সেখানে তেল পাওয়াও গেছে। তাই হরিপুর ৯ নম্বর কূপে তেল পাওয়ার আশা অমূলক নয়।
হরিপুর গ্যাস ক্ষেত্রটি পরিচালনা করছে পেট্রোবাংলার অধীন অন্যতম কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। তাঁদের ঠিকাদার হিসেবে গত ২ অক্টোবর নতুন এই কূপটির খনন কাজ শুরু করেছে পেট্রোবাংলার অধীন আরেকটি কোম্পানি বাপেক্স। অবশ্য বাপেক্সের করা ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রি-ডি সাইসমিক সার্ভে) ভিত্তিতেই ৯ নম্বর কূপের স্থান নির্ধারণ, গভীরতা প্রভৃতি নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ বলেন, ‘ভূকম্পন জরিপের ফলাফলের ভিত্তিতে এই কূপে তেল পাওয়ার আশা করছি আমরা। ৯ নম্বর কূপটির গভীরতা হবে দুই হাজার ১০০ মিটার।’ (খবর সংবাদদাতার)