স্টাফ রিপোর্টার :
শহরতলীর পীরেরচক গ্রামে স্ত্রীকে কুপানোর পর শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এ দন্ডাদেশ প্রদান করেন এবং একই সাথে মামলার একমাত্র আসামী আব্দুল মজিদকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডও দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর শাহপরান (র.) থানার পীরেরচক গ্রামে আসামীর ভাড়াটিয়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী আবদুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বুধবার আদালত এই মামলাটির রায় প্রদান করেন।
আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো.জোবায়ের বখত ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন স্ট্রেট ডিফেন্স এডভোকেট শাহ্ আলম মহিউদ্দিন।