হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোহনা আক্তার মাধু (৭) এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরে আলম (২৬) নামে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মোহনা আক্তার মাধু পৌরসভার শরীফ নগর (নতুন বাড়ী)র জুবায়ের হেসেন জুবু মিয়ার মেয়ে এবং নুরে আলম বদলপুর ইউনিয়নের পিরোজপুর (গুচ্ছ) গ্রামের উসমান গণির ছেলে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, জুবু মিয়ার মেয়ে শরীফ নগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী মোহনা আক্তার মাধু শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টান দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এ সময় মাধু পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়।
পরে মাধুর পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুরের ঘাটে মাধুর গোসলের মগ, সাবান দেখতে পেয়ে পুকুরে নেমে মাধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধুকে মৃত ঘোষণা করেন ৷
অপরদিকে বদলপুর ইউনিয়নের পিরোজপুর (গুচ্ছ) গ্রামের বাসিন্দা উসমান গণি ছেলে নুরে আলম শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৮ টায় তার বাড়ি সংলগ্ন তার নিজস্ব পোল্ট্রি মুরগির খামারে কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের লোকজন তাৎক্ষণিক নুরে আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরে তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।