চা শ্রমিক ইউনিয়নের সাথে সম্পাদিত প্রতারণার চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

11
চা শ্রমিক ইউনিয়নের সাথে সম্পাদিত প্রতারণার চুক্তি বাতিল ও চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণ করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সমাবেশ।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, সিলেট জেলা শাখা শনিবার বিকাল ৪ টায় সিলেট কোর্ট পয়েন্টে চা শ্রমিক ইউনিয়নের সাথে সম্পাদিত প্রতারণার চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সংগঠক বীরেন সিং বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড উজ্জ্বল রায়, বাসদ( মার্কসবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, চা-শ্রমিক ফেডারেশনের সংগঠক অজিত রায়,নমিতা রায় প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ২২ মাস পর চা শ্রমিকদের সাথে প্রতারণা করে মাত্র ১৮ টাকা বৃদ্ধি করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাসিক হিসেবে পরিমাণ হবে মাত্র ৩৬০০ টাকা যা বর্তমান বাজারে শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার মত। মালিকের কাছে শ্রমিকের জীবনের কোন মূল্যই নেই।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে এই প্রতারণার চুক্তি প্রত্যাখ্যান করে বলেন অবিলম্বে এই চুক্তি বাতিল করে দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণ করে নতুন চুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তি