এডভোকেট রিজভী ও মাহবুব ফয়সলের সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

7
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গুরুতর অসুস্থ রুহুল কবির রিজভীর রোগ মুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবং অসুস্থ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং পুলিশের নির্যাতনে মৃত্যুবরণকারী রায়হান আহমদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক এডভোকেট ফখরুল হক, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা সাজ উদ্দিন সাজু, আর এ বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম তানিম, ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, আশিক আহমদ, আব্দুল আলীম ও মিজান চৌধুরী প্রমুখ।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গুরুতর অসুস্থ রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রুহুল কবির রিজভীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, ফরহাদ চৌধুরী শামীম, মুফতি বদরুন নুর সায়েখ, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সৈয়দ তৌফিকুল হাদী, মুর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, মাববাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, মহানগর যুবদলের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য আখতার আহমদ, মহানগর যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, জেলা যুবদেলর সদস্য আশরাফ ফরহাদ, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সোহেল মাহমুদ, জেলা যুবদলের সদস্য লিটন আহমদ, জেলা যুবদলের সদস্য কয়েছ আহমদ, মহানগর যুবদলের সদস্য এমদাদুল হক স্বপন, মো. মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মির্জা সম্রাট, জেলা সদস্য জিএম বাপ্পী, মতিউর রহমান আফজল, মাসুক আহমদ, মহানগর সদস্য ইছহাক আহমদ, আমিনুল ইসলাম আমিন, এস. এম. পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা রশিদুল হাসান খালেদ, আমিন আহমদ, শুভ দা, জাহেদ আহমদ, সল্টি দাস, আবু হানিফ, আফছর খান, সৈয়দ রহিম আলী রাসু, কামরান হোসেন হেলাল, নুরুল ইসলাম নুরুল, সেলিম আহমদ সেলু, বাবলু আহমদ, সৈয়দ আমির আলী, নাজির আহমদ, সাব্বির রহমান রুবেল, হাসান আহমদ রাসেল, আল আমিন আহমদ সোহেল, রাইয়ান আহমদ শিপন, ফরহাদ আহমদ ডালি, রাসেল আহমদ, আজিজ খান সজিব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, আব্দুস সালাম টিপু, মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর বিএনপির সদস্য দেলোয়ার হোসেন রানা, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শফিকুল ইসলাম টটুল, আলমগীর কবির মুন্না, সোহেল আহমদ, রফিকুল ইসলাম, মহানগর কৃষকদলের সদস্য সচিব মারুক আহমদ টিপু, মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, যুগ্ম সম্পাদক ইশরাত জাহান খোকন, রুহুল আশিক রুবেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, ছদরুল ইসলাম লোকমান, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, এম. এ. ছামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি