কাজিরবাজার ডেস্ক :
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফ সিদ্দিকী ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দুই সপ্তাহ আগে লন্ডনে গিয়েছিলেন। সিলেটের গোলাপগঞ্জের তুরুকবাগ গ্রামের মরহুম মোহাম্মদ আলী সিদ্দিকীর কনিষ্ট পুত্র মারুফ একটি ব্যাংকে কর্মরত ছিলেন। যুক্তরাজ্য প্রবাসী ভাই ইজলাল সিদ্দিকী তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া চালিয়েছেন।
সিলেট ক্যাডেট কলেজের মোধাবী ছাত্র মারুফ সিদ্দিকী কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি জার্মানির ডয়চে ব্যাংকের একজন সিনিয়র পোর্টফোলিও পরিচালক ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে নিউইয়র্ক সিটিতে দায়িত্ব পালন করেন।
সিলেট প্রেসক্লাবের শোক : সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মারুফ সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।