জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
মৌলভী বাজার থেকে জগন্নাথপুর হয়ে বিশ্বনাথে বালু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ২৮ সেপ্টেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের ছানু মিয়া সহ ৮ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০/১২ দিন ধরে মৌলভী বাজার নিবাসী আশরাফ আলী জগন্নাথপুর প্রশাসনের দপ্তরে অন্য একটি লিজকৃত মহালের কাগজপত্র জমা দিয়ে রাণীগঞ্জ বাজারের পাশে লক্ষ লক্ষ ঘনফুট বালু স্টক করে বিক্রি করছে। জমা দেয়া কাগজ মৌলভী বাজার জেলাধীন সদর উপজেলার মনুনদী আংশিক ১৬ (চানপুর) বালু মহালটি ২৮ আষাঢ় থেকে ৩০ চৈত্র ১৪২৭ বাংলা পর্যন্ত লিজকৃত একটি বৈধ মহালের ফটোকপি। যার মালিক আশরাফ আলী নয়। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর চানপুর বালু মহালের মালিক হায়দার আলী জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এতে সরকার কয়েক লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।
এদিকে-সরজমিনে দেখা যায়, মৌলভী বাজার থেকে নৌকাযোগে আসা বালু রাণীগঞ্জ বাজারের পাশে নদী পারে স্টক করা হচ্ছে। আবার এসব বালু গাড়ি যোগে জগন্নাথপুর থেকে নেয়া হয় বিশ্বনাথে। বিশ্বনাথ সড়ক মেরামত কাজের দায়িত্বে থাকা সাব কন্টাক্ট্রর সিরাজ মিয়া এসব বালু নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।