আটকেপড়াদের ইকামা-ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি

24

কাজিরবাজার ডেস্ক :
করোনা মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীরা বিপাকে পড়ায় তাদের ইকামা ও ভিসার মেয়াদ আরেক দফা বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে প্রবাসীদের ইকামার মেয়াদ তিন দফা বাড়িয়েছে সৌদি আরব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। সেখানে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।
মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। ওই বৈঠকের পর সৌদি সরকারকে চিঠি পাঠানো হয়।
এদিকে করোনার কারণে দেশে ফিরে আসা সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিটের সময় শেষ হয়ে যাচ্ছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে না ফিরলে অনেকেই কাজ হারাবেন৷ তাই ফেরার টিকিটের দাবিতে মঙ্গলবার ঢাকার রাস্তায় বিক্ষোভ করেছেন তারা।
কয়েক হাজার বিক্ষুব্ধ প্রবাসী মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজার এলাকায় হোটেল সোনারগাঁ-এ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) অফিসে টিকেটের জন্য ভিড় করেন৷ এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকার সড়ক অবরোধ করেন৷ কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা সরে যান৷
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘এখন ২০ হাজারের মতো সৌদি প্রবাসী চাকরির ঝুঁকিতে আছেন৷ তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে সমস্যায় পড়বেন৷ তাদের ওয়ার্ক পারমিট থাকবে না৷ তাই সরকারের উচিত এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কথা বলা, তাদের জন্য সময় বাড়ানোর ব্যবস্থা করা, এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের ব্যবস্থা করা।’