এসএমপি’র আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। গতকাল (৭ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয় (ডকেট নং-১০)।
স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম হাফিজ লোহিত, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর মোঃ আজম খান, সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন রানা, দফতর সম্পাদক মোঃ ছয়েফ খান, সমাজসেবা সম্পাদক আলহাজ্ব মোঃ গোলজার আহমদ, শিল্প সম্পাদক মোঃ নুরুল ইসলাম সুমন, সহ-প্রচার সম্পাদক লাহিন আহমদ রুয়েল, সহ-দফতর সম্পাদক আব্দুল গফফার, সহ-ধর্ম সম্পাদক অরিন্দম দাস হাবলু, সহ-শিক্ষা ও ছাত্র সম্পাদক মোহাম্মদ হোসেন মিনহাজ, অন্যতম সদস্য নজমুল ইসলাম খসরু, বাহার উদ্দিন, সাবেক ইউপি সদস্য তেরা মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক কাক্সিক্ষত রাজস্ব আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে নগরায়ন এবং এলাকাবাসীকে যথাযথ নাগরিক সুবিধা প্রদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেট’ এই যৌক্তিক দাবির ব্যাপারে মন্ত্রণালয়ের যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। বিজ্ঞপ্তি