যেসব এলাকায় রবিবার বিদ্যুৎ থাকবে না

7

স্টাফ রিপোর্টার :
মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৬ টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে মেরামত কাজের জন্য এদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো: ফজলুল করিম।
নির্বাহী প্রকৌশলী জানান, আগামী রবিবার পিজিসিবি কর্তৃক কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার (১) ইনকামিং ফিডারের বিদ্যমান সিঙ্গেল লুপ ডাবল করার কাজ করা হবে। এ কাজের জন্য আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকাসমূহে সকাল ৬টা থেকে সকাল ৮টা- এই ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে- নগরীর সার্কিট হাউস, খাসদবীর, বিমানবন্দর এলাকা, আম্বারখানা, এমসি কলেজ, ঘাসিটুলা, স্টেডিয়াম, বড়বাজার, আম্বরখানা, দরগামহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, দারুস সালাম, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদামবাগিচা, লেচুবাগান, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, লাক্কাতুরা, মালনীচড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীরপার, কাকুয়ারপার, লালবাগ, বিমানবন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকর ঘাট। সাময়িক এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আন্তরিকভাবে দু:খিত।