হোল্ডিং ট্যাক্সের মূল কপি গায়েবের প্রতিবাদে তুরুকখলা হাড়িয়ারচরে প্রতিবাদ সভা

8

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন থেকে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হোল্ডিং ট্যাক্স, আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি ও জাতীয় পরিচয় পত্রের ভলিয়ম দাউদপুর ইউনিয়ন পরিষদ থেকে গায়েব হয়েছে।
এর প্রতিবাদে গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ এশা তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের যুব সমাজ ও সচেতন সমাজ আয়োজিত এক প্রতিবাদ সভা গ্রামের বিশিষ্ট মুরব্বি মন্তাজ আলী’র সভাপতিত্বে তার বাড়িতে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তুরুকখলা হাড়িয়ারচর মৌজায় অবস্থিত দাউদপুর ইউনিয়ন পরিষদ, কিন্তু এই পরিষদ থেকে উদ্দেশ্য মূলকভাবে ইউপি চেয়ারম্যান এইচ.এম খলিল তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের হোল্ডিং ট্যাক্স ও আদর্শ কর তফসিল ২০১৩-১৪ মোতাবেক ইউনিয়ন কর আদায় রেজিস্ট্রারের মূল কপি ও অ্যাসিসমেন্ট এর মূল কপি গায়েব করেছেন।
বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক কাজের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামীতে এমন ষড়ন্তমূলক কাজে চোয়ারম্যান জড়িত থাকলে তার সঠিক জবাব দিবে গ্রামবাসী।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, জোয়াইদ আলী, কন্তাজ আলী, হারুন মিয়া, মসব আলী, মেম্বার কামরুল ইসলাম, মালেকা বেগম মেম্বার, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক সেবুল আহমদ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুব সমাজ ও সচেতন সমাজের নেতৃত্বের মধ্যে উছতার আলী, আব্দুর রহমান, ছিফার আহমদ, কয়ছর আলী, খলিল আহমদ, আমরুছ আলী, শাহজাহান মিয়া, বাদল মিয়া, দুলাল আহমদ, জুবেল আহমদ, আজমল আলী, লোছন মিয়া, রফিক মিয়া, ইরন মিয়া, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ সাকির আহমদ, সাহেদ আহমদ, আব্দুল কাদির, সুরমান আলী, ইমন আহমদ, নুরুল ইসলাম, জাবেদ আহমদ, আলী হোসেন, জামিল আহমদ, তোফায়েল, জাকির আহমদ, ছালেক আহমদ, আমিনুল ইসলাম, এমরান আহমদ প্রমুখ। এছাড়াও গ্রামের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি