রোটারী জেলা ৩২৮২ এর ডি আর আর নির্বাচন সম্পন্ন ॥ রোটারেক্টর আল আমিন খান ডি আর আর নির্বাচিত

24
রোটারী জেলা ৩২৮২ এর ডি আর আর নির্বাচন ফলাফল ঘোষণা করছেন ডি আর আর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটারিয়ান প্রফেসর তোফায়েল আহমদ।

রোটারী জেলা ৩২৮২ এর ডি আর আর নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সিলেট ক্লাব এ ফলাফল ঘোষণা করেন ডিআর আর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটারিয়ান প্রফেসর তোফায়েল আহমদ। ২০২১-২০২২ ডি আর আর নির্বাচনে ৯১টি রোটারেক্ট ক্লাব এর মধ্যে ৮৪টি রোটারেক্ট ক্লাব নির্বাচনে ভোট প্রদান করে। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়। রোটারেক্ট ক্লাব মেঘনা নরসিংদীর প্রার্থী রোটারেক্টর আল আমিন খান ৭৬ ভোট পেয়ে ডি আর আর নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোটারেক্ট ক্লাব মৌলভীবাজার টি সিটির প্রার্থী রোটারেক্টর আতাউর রহমান রুমেন পান ৪ ভোট। এ সময় ২০২০-২০২১ এর নির্বাচিত ডিআর আর রোটারেক্টর এডভোকেট হেদায়েত হোসেন তানভীরকে পরিচয় করিয়ে দেয়া হয়। ফলাফল ঘোষণার পর বক্তব্য রাখেন ডি আর আর নির্বাচন কমিশনের সদস্য রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম ও রোটারিয়ান আজিজুল হক। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রোটারী জেলা ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটারিয়ান রেজাউল করিম জোবায়ের। এ সময় অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন ২০২০-২০২১ এর নির্বাচিত ডিআর আর রোটারেক্টর এডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও ২০২১-২০২২ ডি আর আর রোটারেক্টর আল আমিন খান। ফলাফল ঘোষণার সময় অন্যান্য রোটারী লীডারবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি