প্রেসিডেন্ট হোটেলের ৫২ জন শ্রমিক ছাটাঁই ও বকেয়া বেতন এবং শ্রম আইনের বর্ণিত পাওনা আদায়ের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যেগে বুধবার (১৯ আগষ্ট) বিকেলে সাড়ে ৪টায় নগরীর তালতলার অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউসুফ জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ছফর আলী খানের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারনুর রশিদ, জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, নগর মহিলা কমিটির সাধারণ সম্পাদক রিনা বেগম, বন্দর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, চাইনিজ রেষ্টুরেন্টের শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমদ, উপস্থিত ছিলেন মোহাম্মদ টিটু মিয়া, আহমদ, তাহের, মোহাম্মদ শামীম, জসিম, মোহাম্মদ আজিজ, মো. শামীম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ মোবারক, মো ফজলু মিয়া, মামুন, মুক্তার, জাবেদ, আমির আলী, কাওছার আহমদ, হোটেল শ্রমিক ইউনিয়নের শাহপরান শাখার সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি