জগন্নাথপুরে সরকারি গুদামে পচে গেল গরীবের ত্রাণের আলু

18
জগন্নাথপুরে নদীতে ফেলে দেয়া সরকারি ত্রাণের পচা আলু।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সরকারি গুদামে থেকে পচে গেল গরীবের ত্রাণের আলু। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত প্রায় এক মাস আগে জগন্নাথপুরে বন্যায় মানুষ পানিবন্দি ছিলেন। তখন সরকারি ও বেসরকারি ভাবে এসব পানিবন্দি মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সরকারি ত্রাণের প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, চিনি, ডাল, আলু, স্যালাইন সহ শুকনো খাবার। এসব প্যাকেটজাত ত্রাণ সামগ্রী দিনের পর দিন পরে ছিল উপজেলা পিআইও অফিসের গোদামে। এর মধ্যে ১৯ আগষ্ট বুধবার এসব ত্রাণ সামগ্রী বিতরণের জন্য উপজেলার বিভিন্ন জনপ্রতিধিনিধিদের প্রদান করা হয়। এ সময় প্যাকেটের ভেতরেই ত্রাণের আলু পচে দুর্গন্ধ বের হওয়ায় জনপ্রতিনিধিরা এসব ত্রাণ নেননি। পরে এসব পচা আলু নদীতে ফেলে দেয়া হয়। যদিও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পচে যাওয়া আলু পরিবর্তন করে ভালো আলু দেয়া হবে। তবে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সময় মতো গরীবের ত্রাণ বিতরণ হয়নি। তাই কর্তৃপক্ষের অবহেলায় গুদামে থেকে পচে গেছে।