কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটের ধীর গতি

26

কাজিরবাজার ডেস্ক :
সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় ধীরগতি ভর করেছে ইন্টারনেটে। রোববার সকাল থেকেই গতি অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত সিমিউই-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
এ বিষয়ে বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, দ্রুততার সঙ্গে সংযোগ সচল করার জন্য কাজ তদারকি করতে তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন।
বিএসসিসিএল জেনারেল ম্যানেজার মির্জা কামাল আহমেদ বলেছেন, রবিবার সকালের দিকে আলিপুর নামক স্থানে ক্যাবল কাটা পড়েছে। ঘটনাস্থলে প্রকৌশলীরা পৌঁছেন। লাইন আপ করতে রাত ৯টা লেগে যেতে পারে। এখন শুধুমাত্র সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। স্যাটেলাইটের সক্ষমতা কম থাকায় পুরোপুরি ব্যাকআপ দেয়া সম্ভব হচ্ছে না। তবে দ্রুততার সঙ্গে সচল করতে এমডি স্যার ঘটনাস্থালে রওনা দিয়েছেন। আমরা আশা করছি রাত ৯টার পর গতি স্বাভাবিক হতে পারে।