স্টাফ রিপোর্টার :
নগরীর চৌহাট্টা এলাকায় বোমাসদৃশ বস্তুটিকে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠা শেষে জানা গেছে ওটা বোমা ছিল না। বুধবার সন্ধ্যা থেকে শুরু করে এই উদ্বেগের অবসান হয় বৃহস্পতিবার বিকেলে। ২১ ঘণ্টার দীর্ঘ সময় শেষে ঢাকা থেকে আগত সেনাবাহিনীর বিশেষ দল জানায় ওটা বোমা নয়, ছিল একটি গ্রাইন্ডিং মেশিন (টাইলস ও রড কাটার যন্ত্র)।
এদিকে, এই ঘটনা কী উদ্দেশে এবং কে বা কারা পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে আটকে রেখেছিল এ বিষয়গুলোর রহস্য উদঘাটনে কাজ করছে সিলেট মহানগর পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গতকাল শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম এ সম্পর্কে জানান, কে বা কারা ওই গ্রাইন্ডিং মেশিনটি পুলিশ সদস্যের মোটরসাইকেলে রেখেছিল এবং কোন উদ্দেশ্যে রাখা হয়েছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এসব তদন্ত করছে। তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জ্যোতির্ময় সরকার বলেন, তদন্ত শেষ হলেই প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানানো হবে। কবে নাগাদ এই তদন্ত শেষ হতে পারে এ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।