বৃষ্টিভেজা ম্যানচেস্টারে বাবরের জমকালো ইনিংস

7

স্পোর্টস ডেস্ক :
ম্যানচেস্টারে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাধার সাথে আলোক স্বল্পতায় ৪৯ ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি। তবে এই সময়ের মধ্যেই নিজের ক্ষুরধার ব্যাটের ক্ষিপ্রতার জানান দিয়েছেন পাকিস্তানি তারকা ব্যাটসম্যান বাবর আজম। তার অপরাজিত ৬৯ রানের সাথে শান মাসুদের ফিফটির অপেক্ষা (৪৬)। ২ উইকেট ১৩৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানি দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি বেশ সাবধানেই শুরু করেন। স্টুয়ার্ট ব্রড, জিমি অ্যান্ডারসনের সুইং সামলে জুটি লম্বা করার আগেই অবশ্য জোফরা আর্চারের বলে ফিরে যান আবিদ আলি। আর্চারের দুর্দান্ত এক ডেলিভারিতে ফুটওয়ার্কের গড়মিলে বোল্ড হন ১৬ রানে।
৩৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর ক্রিজে আসা অধিনায়ক আজহার আলি ফিরেছেন দ্রুতই। কোন রান না করে ক্রিস ওকসের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও অবশ্য শেষ রক্ষা হয়নি পাকিস্তান দলপতির। ৪৩ রানে দুই উইকেট হারানো পাকিস্তান লাঞ্চে যায় ৫৩ রান নিয়ে।
এরপর শান মাসুদকে নিয়ে যেটুক খেলা হয়েছে লাগাম নিজেদের হাতেই রেখেছেন বাবর আজম। চোখ ধাঁধানো সব শটে চা বিরতির আগেই তুলে নেন ফিফটি। অন্যপ্রান্তে শান মাসুদও দেখেশুনে এগোতে থাকেন। কিন্তু ৪২ তম ওভারে বৃষ্টি নামলে নির্ধারিত সময়ে আগেই ২ উইকেটে ১২১ রান তুলে চা বিরতিতে যায় পাকিস্তান। বাবর আজম ৫২ ও শান মাসুদ ৪৫ রানে অপরাজিত ছিলেন।
আড়াই ঘন্টার বেশি সময় পর শুরু হওয়া খেলা অবশ্য বেশিক্ষণ চলেনি আলোক স্বল্পতায়। ৭.৫ ওভার খেলা হওয়ার পরই দিনের খেলা শেষ বলে ঘোষণা করতে বাধ্য হন দুই আম্পায়ার। ১০০ বলে ১১ চারে ৬৯ রানে অপরাজিত বাবর আজম, অন্যদিকে শান মাসুদ অপরাজিত আছেন ৪৬ রানে। যদিও ৪৫ রানে ডমিনিক বেসের বলে সহজ স্টাম্পিং মিস করেন উইকেটরক্ষক জস বাটলার। ২ উইকেটে ১৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে পাকিস্তান।