তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির বৃক্ষের চারা ও খাদ্য সামগ্রী বিতরণ

16
তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বৃক্ষ চারা বিতরণ করছেন প্রধান অতিথি মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সাহাবুল ইসলাম।

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ ও তুরুকখলা হাড়িয়ারচর আবাসিক এলাকার নবনির্মিত গেইটের উদ্বোধনী অনুষ্ঠান গত ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে গ্রামের প্রবাসী আব্দুস শহীদের বাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সাহাবুল ইসলাম।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি ফটো সাংবাদিক আব্দুল খালিক এর পরিচালনায় আনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।
সম্মানীত অতিথির বক্তব্যে রাখেন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান কাবুল। আমন্ত্রীত অতিথির বক্তব্যে রাখেন মুফতি মাওলানা আনোয়ার হোসাইন।
তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সহ সভাপতি আব্দুল আহাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজি মনির আলী, আব্দুল মন্তাছির আহমদ, আকদ্দস আলী, আব্দুশ শুকুর, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, সহ সেক্রেটারি হারুন মিয়া, ফুটবলার নিজাম উদ্দিন।
উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সহ সভাপতি মালেকা বেগম (মেম্বার) সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদ ও শামসুল ইসলাম ফরহাদ, কোষাধ্যক্ষ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, সহ দপ্তর সম্পাদক আব্দুল আজাদ, সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সাকির আহমদ, সহ ক্রীড়া সম্পাদক এমরান আহমদ, সহ শ্রম সম্পাদক আব্দান নূর, কার্যনির্বাহী সদস্য উস্তার আলী, মাসুম আহমদ।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটিকে ১৫০টি বিভিন্ন জাতের গাছের চারা ও ৩০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করেন গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হাসান। বিজ্ঞপ্তি