নগরীর ইসকন মন্দিরে করোনা পরিস্থিতিতে অনাড়ম্বরভাবে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় একাদশী তিথিতে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ৩ জুলাই পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঝুলনযাত্রা উৎসব চলবে। তবে এবার করোনার কারণে ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম রক্ষায় কর্মসূচী অনুষ্ঠিত হবে।
শাস্ত্রমতে, ঝুলনযাত্রা রাধা-কৃষ্ণের এক প্রেমলীলার নাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সহিত শ্রীরাধার মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।
পরমেশ্বর ভগবান কৃপা করে এই ধরণীতে প্রেমলীলা সম্পাদন করেছেন যাতে করে জীব এই জীবনেই তাঁর সাথে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে জীবনান্তে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। বিজ্ঞপ্তি