লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট পুনর্বহালের লক্ষ্যে বিমান ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে সিলেট চেম্বারের পত্র প্রেরণ

5

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট পুনর্বহালের জন্য সিলেট চেম্বার এর পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব কর্তৃক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিলেট-লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বর্তমানে বন্ধ রয়েছে। যার ফলে ব্রিটেন থেকে আসা প্রবাসীরা ঢাকা হয়ে আসতে হয় সিলেটে। ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হয় এবং ঢাকা থেকে আবার নতুন করে বোডিং পাস নিয়ে সিলেট আসতে হয়। সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি এজেন্সিদেরকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া বিমানযোগে লন্ডন টু ঢাকা যে ভাড়া রয়েছে তা অন্যান্য এয়ারলাইন্স থেকে দ্বিগুণ রয়েছে। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল হওয়ায় এ নিয়ে জনগণের মধ্যে দুঃখ ও হতাশার সৃষ্টি হয়েছে। অধিকাংশ যাত্রীরা বিমানযোগে সিলেট আসে শুধুমাত্র সরাসরি ফ্লাইট থাকার কারণে। তাই প্রয়োজনে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বা আইসোলেশন সেন্টার স্থাপনপূর্বক লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি