স্টাফ রিপোর্টার :
সিলেট র্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ৩২৮৩ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় র্যাব বাদী হয়ে পৃথক মামলা দায়ের করে। রবিবার (২৬ জুলাই) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এর আগে শনিবার (২৫ জুলাই) র্যাব গোপন তথ্যের ভিত্তিতে পৃথক এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোয়াইঘাট থানাধীন আধারপাড়া থেকে ২৯০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, গোয়াইঘাটের কুলুমছড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে হাসান আহমেদ ও মনাইকান্দি গ্রামের ওসমানগনীর ছেলে সোহেল আহমদ। র্যাব তাদের তল্লাশি করে মাদক ব্যবসায়ী হাসানের কাছ থেকে ১৬০০ ও সোহেলের কাছ থেকে ১৩০৩ ইয়াবা জব্দ করে।
এছাড়া র্যাবের অপর একটি দল গোয়াইঘাটের সুন্দরগ্রাম থেকে ৩৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেনকে গ্রেফতার করে। সে কোম্পানীগঞ্জ থানাধীন দোরাকুল গ্রামের হাবিবুল্লাহ ছেলে। ইয়াবা উদ্ধারের পাশপাশি র্যাব তার কাছ থেকে মাদক বিক্রির টাকাও উদ্ধার করে।