ঈদের আগে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের পূর্ণ বেতন-বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,সিলেট জেলার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

8
ঈদের আগে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের পূর্ণ বেতন-বোনাস পরিশোধ, লে-অফ ও ছাঁটাই বন্ধ করার দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,সিলেট জেলার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।

ঈদের আগে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের পূর্ণ বেতন-বোনাস পরিশোধ, লে-অফ ও ছাঁটাই বন্ধ করার দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,সিলেট জেলার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন গতকাল ২৪ জুলাই বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মুখলেসুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য প্রসেনজিৎ রুদ্র, করমলাল, কীর্তিবাস ঋষি, অজিত রায়, আমেনা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা দাবি জানান-ঈদের আগে সকল সেক্টরের শ্রমিকদের ১০০% বেতন বোনাস পরিশোধ করতে হবে। লে-অফ, শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষের জন্য খাদ্য-অর্থ ও চিকিৎসা সহযোগিতা নিশ্চিত করতে হবে। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশী হামলা বন্ধ করতে হবে, তাদের ন্যায্য দাবি মানতে হবে। বিজ্ঞপ্তি