ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর কর্মী প্রত্যাশী তারবিয়াত

17
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিববাহ।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় নগর কার্যালয়ে কর্মী প্রত্যাশী তারবিয়াত (প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক গিয়াস উদ্দিন কাওছার এর সঞ্চালনায় প্রধান অতিথির প্রশিক্ষণ প্রদানে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিসবাহ বলেন একটি সুখী-সমৃদ্ধ, দুর্নীতি দুঃশাসনমুক্ত উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও প্রশিক্ষিত আদর্শিক নাগরিকের বিকল্প নেই। ইশা ছাত্র আন্দোলন প্রশিক্ষিত আদর্শিক নাগরিক তৈরীর লক্ষ্যে দেশব্যাপী নিরলস কার্যক্রম পরিচালিত করছে। বাংলাদেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব চলছে, এতে প্রমাণ বহন করছে আদর্শ বিবর্জিত শিক্ষিত শ্রেণীর কাছে দেশ নিরাপদ নয়। করোনা ভূয়া রিপোর্ট করে যারা বিশ্বের নিকট বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ তপু, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, দফতর সম্পাদক হুসাইন আহমদ। বিজ্ঞপ্তি