সমতল ভূমিতে বরবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগী পরিবারের মধ্যে প্যাকেজ অনুদান হিসেবে উন্নতজাতের ক্রসব্রীড বকনা ও দানাদার খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে।
৪ জুলাই শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সিলেটের প্রশিক্ষণ কক্ষে সমতল ভূমিতে বরবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প প্রাণি সম্পদ অধিদপ্তরের অর্থায়নে উন্নতজাতের ক্রসব্রীড বকনা ও দানাদার খাদ্য বিতরণ হয়। এতে ২২টি পরিবারের মধ্যে গরু ও খাদ্য বিতরণ করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় প্রাাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডাঃ মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ অফিসার মো. শহীদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. আরিফ মঈনুদ্দিন, ডেইরী ফারমার্স এসোসিয়েশন সিলেট সদরের সাধারণ সম্পাদক মো. শাকিল জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর শামীম আহমদ, সজল কান্তি দত্ত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি