বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গোবিন্দগঞ্জে ধানের চারা বিতরণ

26

ছাতক থেকে সংবাদদাতা :
বার-বার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গোবিন্দগঞ্জে ধানের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ি সমিতির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরীর উদ্যোগে বিতরণী অনুষ্ঠান পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ২১জন অসহায় দরিদ্র কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক জায়েদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেরা কৃষি অফিসার কেএম বদরুল হক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায়ি সমিতির অর্থ সম্পাদক সমুজ মিয়া, শিক্ষা সম্পাদক আবদুল হান্নান, উপ-সহকারি কৃষি অফিসার জহুর আলী, আবুল কাশেম, আলী হোসেন, ফয়ছল আহমদ ফজল, সুজন আহমদ প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।