কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নের নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অফিস সহকারী ও এমএলএস পদের ৩টি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা শুরুর পূর্বে করোনা দুর্যোগকালীন এ সময়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় নিয়োগের মাধ্যমে একজন অভিজ্ঞ সম্পন্ন প্রধান শিক্ষক সহ ২টি পদে পরীক্ষা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার নিয়োগ কমিটির সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে মোবাইল ফোনে কথা বলেন। এতে নিয়োগ কমিটির সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ একমত পোষণ করে করে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার স্কুলের সার্বিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করে পুনরায় নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক, অফিস সহকারী ও এমএলএস সহ ৩টির পদের পরীক্ষা নেওয়ার জন্য বলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান স্যার একমত পোষণ করেন এবং নিয়োগ কমিটির সদস্যরা এমপির অনুরোধে প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন। পুনরায় নিয়োগের মাধ্যমে পরবর্তী এ ৩টি পদের পরীক্ষা নেওয়া হবে বলেও তিনি জানান।