মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে করোনা পরিস্থিতি খুবই বিপদজনক হয়ে উঠেছে। প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এর মধ্যে সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে জগন্নাথপুর পৌর এলাকা। ১৪ জুন রবিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী সকল রেকর্ড ছাড়িয়ে এক দিনে আক্রান্ত হয়েছেন ১৩ জন। তাঁরা হলেন জগন্নাথপুর পৌর এলাকার ৯ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ২ জন, রাণীগঞ্জ ইউনিয়নের ১ জন ও মিরপুর ইউনিয়ন এলাকার ১ জন। এর মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৪৯ জন আক্রান্ত হলেন। ১৫ জুন সোমবার সকল রোগীকে রাখা হয়েছে হোম আইসোলেশনে। তাদের পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রতিবেশি বাড়িগুলোকে করা হয়েছে সতর্ক। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।