বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
ধান কাটার শ্রমিক সংকটেও কৃষকের কোন কাজে আসছেনা উপজেলা কৃষি অফিসের কম্বাইন্ড হারভেস্টার। পরিত্যক্ত অবস্থাতেই পরে আছে বছরের পর বছর। চলমান পরিস্থিতি তে হাওরে যেখানে শ্রমিক সংকট সেখানে চীনের দেয়া কম্বাইন্ড হারভেস্টার হতো কিছুটা আশার আলো। কিন্তু সে উদ্যোগ নেই তাহিরপুর কৃষি বিভাগের। এমনটার জানা গেল বিভিন্ন তথ্য সুত্রে।
২০১৯ সালে চীন সরকার বাংলাদেশ সরকারকে ১০টি (বড় ) কম্বাইন্ড হারভেস্টার উপহার দেয়। ১০টির মধ্যে দ’ুটি নিয়ে আসা হয় সুনামগঞ্জ। উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল একটি কম্বাইন্ড হারভেস্টার নিয়ে আসেন তাহিরপুর। অপরটি জেলার ছাতক উপজেলায় নেয়ার কথা থাকলেও সেটি সুনামগঞ্জ সদরেই রয়ে যায়।
সে বছরই এ কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের কৃষক আজিজুর রহমান ধান কাটার জন্য চুক্তিতে নিয়ে যান শনি হাওরে। ধান কাটা চলমান অবস্থায় হাওরে পানি প্রবেশ করে । মেশিনটি পানিয়ে তলিয়ে যায়। পানিতে নিমজ্জিমত অবস্থায় থাকে বেশ কিছু দিন। পরবর্তীতে মেশিনটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে হাওরের পানি থেকে উদ্ধার করে দেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার লোকজন।
তার পর থেকে উপজেলা কৃষি অফিসরে সামনে এখন পর্যন্ত বস্তা বন্ধি অবস্থায় চীনের দেয়া কম্বাইন্ড হারভেস্টার। চলতি বছর ধান কাটা মৌসুম শুরুতে মেরামতের কোন উদ্যোগ গ্রহন করেনি কৃষি অফিস। তারা বলছে এখনো কোন কৃষক মেশিন নিতে আসেনি। স্থানীয় কৃষকদের অভিযোগ পানিতে নিমজ্জিত অবস্থায় মেশিনের কিছু যন্ত্রাংশ ক্ষতি হয়েছে। এ মেশিন নিয়ে বিপদে পড়তে হবে বলেও একাধিক আগ্রহী কৃষক জানান।
বর্তমানে হাওর শ্রমিক সংকট চলছে। প্রশাসনের সহায়তায় দেশের দুর-দুরান্ত থেকে ধান কাটার জন্য নিয়ে আসা হচ্ছে শ্রমিক। করোনা প্রভাবে খাদ্য সংকটের ভয়াবহ হুমকিতে পুরো বিশ^। করোনার প্রভাব চলমান থাকলে বাংলাদেশেও দেখা দিতে পারে খাদ্য সংকট। রাস্টীয়ভাবে বোর ধান কাটা জোড় তাগাদা। উপজেলা প্রসাশন,জেলা প্রশাসন হাওরে হাওরে কৃষকের পাশে। ধান কাটতে কৃষকদের উৎসাহ দিচ্ছেন ছাত্র শিক্ষক রাজনৈতিক দলের লোকজন। কৃষকদের শতকরা ৭০ সতাংশ ভর্তুকি দিয়ে (মিনি)কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিচ্ছে সরকার। এমন ক্রাইসিস সময়ে উপজেলা কৃষি অফিসের কম্বাইন্ড হারভেসটর হতো কৃষকরে কিছুটা আশার আলো।
উপজেলার উজান তাহিরপুর গ্রামের কৃষক গুলসান মিয়া। তিনি জানান, গত বছর তিনি উপজেলার সরকারী কম্বাইন্ড হারভেস্টার দিয়ে তার ধান কেটেছেন। দ্রুততম সময়ের মধ্যে মেশিনটি অনেক ধান কাটা মাড়াই দিতে সক্ষমবলেও তিনি জানান।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, গত বছর মেশিনটি দিয়ে অনেক কৃষকের প্রচুর ধান কাটা হয়েছে। সে অবস্থায় মেশিনটি পানিতে পড়লে কৃষি কর্মকর্তা সাহেব আমাকে কিছু একটা করতে বললে আমি ও আমার লোকজন মিলে হাওর থেকে নৌকার সাহায্যে মেশিনটি তুলে দেই। সে সময় মেশিনটির সামন্য ক্ষয় ক্ষতি হয়েছিল বলেও তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি গত বছর পানিতে ছিলো, পানি থেকে উঠিয়ে এনে মেরামত করা হয়েছে। আগ্রহী কৃষক থাকলে নিয়ে যেতে পারেন। মেশিনে কোন প্রকার সমস্যা থাকলে সেটুকুও মেরামত করে দেয়া হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়রম্যান করোনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি মেরামত করে ধান কাটতে পারলে কৃষকদের অনেক উপকার হতো।