ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বিভিন্ন হাটবাজারে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার জাউয়া বাজার ও বড়কাপন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪টি মামলায় ৪৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাপস শীল এ আদালত পরিচালনা করেন। এতে থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় লোকজন মাস্ক ব্যবহার না করে ও স্বাস্থ্যবিধি না মেনে যত্রতত্র ঘোরাঘুরি করায় ১৭ জন ব্যক্তিকে ১২হাজার ৫শ টাকা এবং সরকারের দেয়া নির্ধারিত সময়ের বেশি সময় দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মোদি দোকানকে ৩১হাজার টাকা জরিমানা করা হয়েছে।