কাজিরবাজার ডেস্ক :
বাংলা সাহিত্যজগতে সৈয়দ শামসুল হকের পরিচয় সব্যসাচী লেখক হিসেবে। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নাটকসহ শিল্প সাহিত্যের নানা অঙ্গনে। কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের তৃতীয় প্রয়াণবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ঢাকায় এবং কুড়িগ্রামে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সৈয়দ শামসুল হকের জন্মভূমি কুড়িগ্রামে তৃতীয় প্রয়াণবার্ষিকী স্মরণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গৃহীত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, দোয়া মাহফিল, শিশু-কিশোর প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৈয়দ শামসুল হকের তৃতীয় প্রয়াণবার্ষিকীতে প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিকেশন্স প্রকাশ করেছে তাঁর অপ্রকাশিত দীর্ঘকবিতা নুন-পূর্ণিমা এবং সৈয়দ হকের অনুবাদগ্রন্থ আফ্রিকান ও অন্যান্য কবিতা। আজ শুক্রবার বিকেল ৫টায় বেঙ্গল বই প্রাঙ্গণে (১/৩ ব্লক ডি লালমাটিয়া, ঢাকা) গ্রন্থ দুটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি টোকন ঠাকুর এবং কবি পিয়াস মজিদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘সৈয়দ শামসুল হক তৃতীয় প্রয়াণবর্ষ স্মরণার্ঘ্য’ শিরোনামে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন করবে সৈয়দ শামসুল হক রূপান্তরিত উইলিয়াম শেক্সপিয়রের বিশ্বখ্যাত নাটক ‘হ্যামলেট’।