‘আম্পান’র প্রভাবে সিলেটে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, জন ভোগান্তি

16

স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সিলেটে দিনভর বাতাসের সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। গত বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল। এতে ভোগান্তিতে পড়েন লোকজন। এদিকে গতকাল বৃহস্পতিবার সারাদিনে প্রায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এমন তথ্য জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৪০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। ঘূর্ণিঝড় আম্পান সিলেটে তেমন প্রভাব ফেলেনি বলেও জানিয়েছেন তিনি। সাঈদ চৌধুরী জানান, আম্পানের প্রভাব কেটে যাওয়ায় এখন সিলেটে স্বাভাবিক যে মৌসুমী বৃষ্টি হয়, সেটা হবে। অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ১২ জনেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘূর্ণিঝড়ে দেশের ১১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।