কাজিরবাজার ডেস্ক :
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আজ মঙ্গলবার (১৯ মে) অনুমোদন দেওয়া হচ্ছে আগামী ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ। বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিতব্য এনইসি’র সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হবে।
শাহেদুর রহমান জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেবেন। মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা থাকবেন এনইসি সম্মেলন কক্ষে।
জানা গেছে, আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এনইসির সভায় উপস্থাপন করা হবে। আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।