রিপলু চৌধুরী
আজি দুই নয়নে অশ্রু ঝড়ে
এহেন মানবতা দেখে
পুলিশ যারা মরছে তারা
জনগণ চলছে ঝাঁকে ঝাঁকে।
করোনা ভাইরাস করছে হানা
মাস কয়েক দিন ধরে
পুলিশ জনতার বন্ধু তারা
বিনয় করে জনতার ধারে।
লকডাউন না মেনে কিছু জনতা
অজুহাতে নানান কথা বলে
নিয়মনীতি না মেনে
যুক্তি করে কথা বলে।
পুলিশ বন্ধু প্রশ্ন করে
মাস্ক নাই কেন মুখে
পাবলিক বলে মাস্ক আছে
রেখেছি পকেটে নেই আমার মুখে।
মনের মতো সাজিয়ে গুছিয়ে
কিছু জনতা বলছে কথা
ওদের কারণে করনো আজ
ছড়াচ্ছে যেথাসেথা।
তোমরা একবার দেখ ভেবে
পুলিশ ভাই বন্ধু আমরার
তাদের ওতো সংসার আছে
শিশু সন্তান করছে হাহাকার।
জীবনের ঝুঁকি নিয়ে তারা
রাস্তা ঘাটে দিন রাত
তাদের কথা একটু ভেবে
নিয়মনীতি মান একবার।
করোনা আক্রান্ত হয়ে আছেন
পুলিশ ভাই বোন যারা
তারা যদি আজ যায় মারা
কে দিবে তোমাদের পাহারা।
পরিশেষে একটি কথা বলি
আমরা যদি নাহি নিয়ম মানি
পুলিশ বন্ধু কেন মরবে
করোনা করবে জয়ধ্বনী।