হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা আক্রান্ত প্রথম তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুনভাবে আজ আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার দুপুরে তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করে বাড়িতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহপরান।
তিনি জানান, গত ২০ এপ্রিল বাহির থেকে আক্রান্ত হয়ে যারা বানিয়াচং এসেছিলেন তাদের পরপর দুটি নমুনা পরীক্ষায় ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। আজ তাদেরকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হল। এদিকে স্বাস্থ্যকর্মী নিশাত রহমান জানান, গত ৯ মে বানিয়াচং থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানীতে ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের করোনা পরীক্ষার ফলাফলে আজ ২ জনের করোনা ‘পজিটিভ’ আসে। আক্রান্ত দুইজনই সদর উপজেলার বাসিন্দা। এদের একজনের বয়স ৩৫ বছর এবং অপরজন ১০ বছরের শিশু বলে জানান তিনি। উল্লেখ্য, গত ২০ এপ্রিল করোনা পরীক্ষায় বানিয়াচংয়ে প্রথম তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরে ওইদিনই রাতে তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।