হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে আজ রবিবার থেকে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে হবিগঞ্জের সকল ব্যবসা প্রতিষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৯ মে) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সাথে হবগিঞ্জের চেম্বার অব কমার্স ইন্ডাস্টি, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এবং অন্যান্য নেতৃবৃন্দের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগির মিয়া।
তিনি বলেন, ‘প্রতিদিন হবিগঞ্জে করোনা রোগী বাড়ছে। এই অবস্থায় আমরা কোনভাবেই ব্যবসা প্রতিষ্ঠান খোলে মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, ফার্মেসি ইত্যাদি যথারীতি খোলা থাকবে।’
এদিকে, ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছন সর্বস্থরের মানুষ। পাশাপাশি করোনা পরিস্থিতি না যাওয়ার পর্যন্ত ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে থাকার আহবান জানিয়েছেন তারা।