যুক্তরাজ্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে গেলেন আরো ১৪৪ ব্রিটিশ নাগরিক

65

স্টাফ রিপোর্টার :
করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৪৪ ব্রিটিশ নাগরিক।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইটে তারা ওসমানী বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা সিলেট ত্যাগ করেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান সূত্রে জনা যায়, গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ব্রিটিশ বাংলাদেশি নাগরিকদের নেওয়া শুরু হয়। ওইদিন ২৬৪ জন নাগরিককে ফিরিয়ে নেওয়া হয়। এরপর ২৩ এপ্রিল ১৭৭ জন, ২৫ এপ্রিল ১৭১ জন, ২৬ এপ্রিল ১৬৮ জন, ২৯ এপ্রিল ২১০ জন, ১ মে ২১৫ জন, ৩ মে ২১৩ জন এবং ৫ মে ২৩৬ জন নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়।