যুক্তরাজ্যের আরও ২১৩ নাগরিক ঢাকা ছেড়েছেন

11

কাজিরবাজার ডেস্ক :
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া যুক্তরাজ্যের আরও ২১৩ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এ নিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের সাতটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে।
রবিবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।
দূতাবাসের কর্মকর্তা জানান, আজ যুক্তরাজ্যের ২১৩ জন নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকদের সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে আনা হয়।
যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আজকের পর আরও দুইটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য এখন পর্যন্ত তাদের নাগরিকদের ছয়টি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ পর্যন্ত মোট ছয়টি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের ১ হাজার ২০৫ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। আজ গেলেন আরও ২১৩জন।
গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।
গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান। গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফিরে যান। ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। সর্বশেষ গত ১ মে নয় শিশুসহ ২১৫ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন।