দুই বছরের জন্য পেছাল যুব কমনওয়েলথ গেমস

15

স্পোর্টস ডেস্ক :
করোনার জেরে একবছর পিছিয়ে গেছে অলিম্পিক। অন্যান্য খেলার ইভেন্টও পিছিয়ে দেওয়া হয়েছে। এবার পিছিয়ে গেল ২০২১ সালে হতে চলা যুব কমনওয়েলথ গেমস।
আপাতত ঠিক আছে ২০২০ নয়, ২০২১ সালের জুলাইয়ে বসবে অলিম্পিকের আসর। যদিও পরের বছরও ইভেন্ট হবে কি না, তা নিয়ে এখনও ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে দুটি ইভেন্টের দিনক্ষণ যাতে একইসঙ্গে না পড়ে, তার জন্যই যুব কমনওয়েলথ গেমস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। শুক্রবারই কমনওয়েলথ গেমস ফেডারেশনের এক্সিকিউটিভ বোর্ড সিদ্ধান্ত ঘোষণা করেছে।
জানানো হয়েছে, ২০২৩-এর আগে এই ইভেন্ট আয়োজিত হবে না। সিজিএফের তরফে বলা হয়, ‘আন্তর্জাতিক ক্রীড়াবর্ষে জোর ধাক্কা দিয়েছে এই করোনা মহামারী। যার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক ও প্যারালিম্পিক। আগামী বছর জুলাই-আগষ্টে টোকিওয় তার আসর বসার কথা। আর আগষ্টের ঠিক শুরুতেই সূচনা হত যুব গেমসের। তাই ঠিক হয় ইভেন্ট পিছিয়ে দেওয়া হবে। যুব গেমসের জন্য ২০২৩ এ উপযুক্ত দিনক্ষণ বেছে নেওয়া হবে।’
আগামী বছর ১ আগষ্ট ত্রিনিদাদ ও টোবাগোয় আয়োজিত হত যুব গেমস। শেষ দিন ছিল ৭ আগষ্ট। সিজিএফ প্রেসিডেন্ট ড্যাম লুইস মার্টিন জানান, ২০২৩ এ ইভেন্ট হলেও আয়োজক হিসেবে তাঁদের প্রথম পছন্দ দ্বীপরাষ্ট্রই।
এদিকে, করোনার জেরে পিছিয়ে গেল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপও।