মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট একটি কোম্পানীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে

4

কাজিরবাজার ডেস্ক :
ইরানের অভিজাত কুদস ফোর্সকে সহায়তার অভিযোগে তাইফ মাইনিং সার্ভিস ও তার মালিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইরান থেকে ইয়েমেনে জাহাজে মালামাল পাচারের অভিযোগের কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
এমন এক সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হল, তখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব চলছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে কুদস ফোর্সের পাচারে সহায়তা করেছে ইরানি ও ইরাকি যৌথ নাগরিক আমির দিয়ানাত। যার মধ্যে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র চালানও রয়েছে।
এছাড়া তাকে কালো তালিকায়ও অন্তর্ভুক্ত করার কথা বলছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলাও দায়ের করা হয়েছে।
কুদস ফোর্সের এই ব্যবসায়ী সহযোগীর বিরুদ্ধে অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনেরও অভিযোগ তোলা হয়েছে।
২০১৮ সালে ইরানের সঙ্গে বৈশ্বিক পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে।