বৃষ্টি শেষে

22

হামীম রায়হান

রোদ উঠেছে ঝলমলিয়ে,
বৃষ্টি হওয়ার পরে,
উঠোন জুড়ে হাটু পানি,
মন থাকে না ঘরে।
বিলের জলে সাঁতার কাটে
ব্যঙ- ব্যঙাচির ছানা,
আমারো যেতে ইচ্ছে করে,
না শুনে মা’র মানা!
দোয়েল শালিক গোসল করে
ঠান্ডা উঠোন জলে,
কচু পাতায় জমা পানি
পড়ছে যে টলমলে।
বক বসেছে মাছ ধরতে,
ধরবে পুঁটি কৈ,
পাড়ার ছেলে বিলের জলে
খরচে যে হৈ চৈ।
আমারো খুব ইচ্ছে করে
তাদের সাথে খেলতে,
বৃষ্টি শেষে পাখির মত
ভেজা ডানা মেলতে।