ওসমানী হাসপাতালের ল্যাবে ১০ম দিনে ৮৭টি পরীক্ষায় সবাই নেগেটিভ

6

স্টাফ রিপোর্টার :
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) করোনাভাইরাস শনাক্তের ১০ম দিনের পরীক্ষা হয় বৃহস্পতিবার। দশম দিনে নমুনা পরীক্ষা করা হয় ৮৭টি। এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা করোনায় আক্রান্ত নন।
বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সোমবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে আসা ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ এসেছে।
এর আগে গত বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সিলেটের দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে চলছে পরীক্ষার কাজ।